ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

ম্যান সিটি ৩-০ গোলে উড়িয়ে দিল এভারটনকে

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার সিটির। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দলটি। রোববার রাতে এভারটনকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে পেপ গার্দিওলার দল।


ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে দারুণ খেলেছে ম্যান সিটি। দাপুটে ফুটবলের সামনে তাদের খুঁজে পায়নি এভারটন।


পুরো ম্যাচের ৮০ শতাংশ বল নিয়ন্ত্রণে ছিলেন বুন্দার্ড সিলভা-ইলকা। পুরো ম্যাচে মাত্র একটি শটে গোল করতে পেরেছে এভারটন। বিপরীতে ম্যান সিটির লক্ষ্য ছিল সাতটি শট।


এরপরও ম্যাচের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। বিরতির এক মিনিট আগে দলকে এগিয়ে দেন রহিম স্টার্লিং। তার গোলে সহায়তা করেন হুয়াও ক্যানসেলো।


দ্বিতীয়ার্ধে ফিরে, রদ্রি ৫৫ তম মিনিটে প্রায় ২৫গজ বাইরে থেকে দূরপাল্লার শটে লিড দ্বিগুণ করেন। ৬ষ্ঠ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন বার্নার্দো সিলভা।


এই জয়ের পর ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিভারপুলের শীর্ষে উঠে এসেছে ম্যান সিটি। শীর্ষে চেলসির ২৯ পয়েন্ট, লিভারপুলের রয়েছে ২৫ পয়েন্ট।

ads

Our Facebook Page